Hi-Tech-City,-Kaliakoir - Bangladesh Hi-Tech Park Authority-
Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

Last updated: 1st October 2024

Hi-Tech City, Kaliakoir

 

পার্কের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাঃ 

 

সংযুক্ত কর্মকর্তা-১ সংযুক্ত কর্মকর্তা-২ সংযুক্ত কর্মকর্তা-৩

ফোকাল পয়েন্ট কর্মকর্তা

বিকল্প কর্মকর্তা

নাম

Md. Golam Kibria মোঃ হাসান ইবনে শাহী মোঃ ফারুক হোসেন

 

 

পদবি

Public Relation Officer উপ-সহকারী প্রকৌশলী (ই/এম) উপ-সহকারী প্রকৌশলী (ই/এম)

 

 

মোবাইল

01738346458 ০১৭১১৮৪৯১৭২ ০১৫১৮৭৪৯৫৬১

 

 

ই-মেইল

pro@bhtpa.gov.bd

sarkarshahi@gmail.com

shahi@bhtpa.gov.bd

 

 

 

 

 

 

কর্মকর্তাদের দায়িত্ব ও কর্মপরিধিঃ

 ক. বিনিয়োগকারীদের সাথে যোগাযোগ রক্ষা এবং সকল সমস্যা সমাধান নিশ্চিতকরণ।

 খ. বিনিয়োগকারীদের ভবনসহ অন্যান্য তথ্য সংক্রান্ত বিষয়ে  ওএসএস শাখা এর সাথে সমন্বয়করণ।

 গ. জমি/ স্পেস এর বরাদ্দ প্রদানকারী কর্মকর্মর্তাদের সাথে সমন্বয়সাধন এবং জমি/স্পেস বরাদ্দ কাজ ত্বরান্বিতকরণ।

   

                                                                                                                        Main Gate 

 

 

 

                                                                                 

  • Investment ready land and spaces are available for lease

 

  • Number of Companies Invested: 75
  • Number of Employment: 5000+

 

  • Country’s biggest Hi-Tech City with 355 acres of land
  • Connected with Dhaka with direct train and highway in only 40 minutes travel time
  • 35 acres of land reserved only for foreign investors
  • Access to over 50 renowned universities with talented graduates to fulfil resource need 

                                                                                 

 

                                                                               Tier IV Data Center

                               

 

মাননীয় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিগত ১৯৯৯ সালের ১৩ জুলাই অনুষ্ঠিত বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের ১২তম সভায় গাজীপুর জেলার কালিয়াকৈর এ ২৩২ একর জমিতে একটি হাই-টেক পার্ক স্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। তারই ধারাবাহিকতায় আইটি/আইটিএস সেক্টরে ব্যাপক কর্মসংস্থানের মাধ্যমে আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ২০১০ সালে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করে।

 

“তথ্য-প্রযুক্তির ব্যাপক ব্যবহারের জন্য অবকাঠামোগত সুবিধাদি যেমন-হাই-টেক পার্ক, সফট্ওয়্যার টেকনোলজি পার্ক, আইটি পার্ক, আইটি ইনকিউবেটর ইত্যাদি স্থাপনা সৃষ্টির মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তথ্য-প্রযুক্তি শিল্পের বিকাশ ও বিস্তার ঘটানো।”

কালিয়াকৈর হাই-টেক পার্কের ২৩২ একর জমি সংলগ্ন বিটিসিএল এর ৯৭.৩৩ একর জমি বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের অনুকূলে বরাদ্দ প্রদানের জন্য জেলা প্রশাসক, গাজীপুর কর্তৃক ইতোমধ্যে  রিজিউম করা হয়েছে, যা গেজেটের জন্য প্রক্রিয়াধীন। হাই-টেক পার্ক তৈরির সহায়ক অবকাঠামো সৃষ্টির লক্ষ্যে Basic Infrastructure for Hi-Tech Park (1st phase) at Kaliakoir, Gazipur. শীর্ষক একটি প্রকল্প গ্রহণ করা হয়। তার মাধ্যমে প্রশাসনিক ভবন, মূলসড়ক ও অন্যান্য অবকাঠামো নির্মান করা হয়। কালিয়াকৈর হাই-টেক পার্ক প্রতিষ্ঠিত হলে এখানে দেশী-বিদেশী বিনিয়োগের মাধ্যমে হাই-টেক শিল্প প্রতিষ্ঠিত হবে। হাই-টেক পার্কে যে সকল হার্ডওয়্যার এবং ‍সফটওয়্যার উৎপাদিত হবে তা দেশে ব্যবহারের মাধ্যমে আমদানি হ্রাস পাবে এবং বিদেশে বিনিয়োগের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জিত হবে। দেশের শিল্প উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধি পাবে, প্রায় ৭০ হাজারেরও অধিক লোকের কর্মসংস্থান সৃষ্টি হবে। ফরওয়ার্ড-ব্যাকওয়ার্ড লিঙ্কেজ এর মাধ্যমে বিভিন্ন শিল্প গড়ে উঠবে এবং কর্মসংস্থান হবে।

 

Investors Industrial Building & Implementation: 

 

Summit  Technopolis ltd Industrial Building & Implementation: 
                                                       Oryx Building (Manufacturing Bio-Tech Products)
                                                       Banglatronics Building (Techno Mobile)

সামিট টেকনোপলিশ লিঃ এর কার্যক্রমের অগ্রগতি:

-ব্লক নং ২-এ ১.৬৫ লক্ষ বর্গফুট বিশিষ্ট সিগনেচার বিল্ডিং এর অবকাঠামো নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে
-ব্লক নং ৫-এ ৬০ হাজার বর্গফুট বিশিষ্ট ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং নির্মাণ করা হয়েছে
-ভবনের পাশ্ববর্তি ভূমি উন্নায়ন ও পার্কিং এর কাজ সম্পন্ন হয়েছে।
-বিভিন্ন বিনিয়োগকারী প্রতিষ্ঠানের অনুকূলে  জমি বরাদ্দ প্রদান করা হয়েছে।

 

 

Bangladesh Technocity Ltd Industrial Building & Implementation: 
                                                           Solaris Building 
-ব্লক নং ৩-এ  ২.১০ লক্ষ  বর্গফুট বিশিষ্ট ০৮ তলা ভবনের অবকাঠামো নির্মাণের কাজ সম্পন্ন করেছে
- পাশাপাশি একটি ৭৮,০০০ বর্গফুট বিশিষ্ট ইন্ডাস্ট্রিয়াল ভবনের কাজ সম্পন্ন হয়েছে ।
-প্রতিষ্ঠানটি ইতিমধ্যে সর্বমোট ৩.১৩ লক্ষ বর্গফুট স্পেস নির্মাণ করেছে ।

 

 

 

 Other Investors Industrial Building & Implementation: 
                                                             Leo Cables Building
                                                            Vibrant Building