- - Bangladesh Hi-Tech Park Authority-
Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

Last updated: 2nd June 2021

Bangabandhu Hi-Tech City

Bangabandhu Hi-Tech City Project Website

 

প্রকল্পের তথ্য

 

১।

বিভাগের নাম

 

তথ্য ও যোগযোগ প্রযুক্তি বিভাগ

২।

বাস্তবায়নকারী সংস্থা

 

বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ

৩।

প্রকল্পের নাম

 

কালিয়াকৈর হাই-টেক পার্ক (এবং অন্যান্য হাই-টেক পার্ক) এর উন্নয়ন প্রকল্প

৪।

বাস্তবায়নকাল 

 

জুন 2013- ডিসেম্বর 2020

৫।

প্রকল্প এলাকা

 

গাজীপুর, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট।

৬।

প্রাক্কলিত ব্যয়

(লক্ষ টাকায়)

 

৩৯৪.১৪৮১ কোটি টাকা

৭।

অর্থের উৎস

 

GOB

 ২৯.৪৭১১ কোটি 

PA

৩৬৪.৬৭৭০ কোটি

৮।

অনুমোদনের তারিখ

 

১৯ ফেব্রুয়ারি 2013

৯।

প্রকল্পের প্রধান উদ্দেশ্য

 

  • ক) কালিয়াকৈর হাই-টেক পার্কে আইসিটি ও অন্যান্য জ্ঞানভিত্তিক শিল্প গড়ে তোলার জন্য বিশ্বমানের বিনিয়োগ পরিবেশ সৃষ্টি;
  • খ) পার্কের নামকরা আইসিটি কোম্পানীর বিনিয়োগ আকৃষ্ট করার জন্য যথোপযুক্ত অবকাঠামো গড়ে তোলা;
  • গ) সরকারী ও বেসরকারী পর্যায়ের জন্য উপযুক্ত প্রশিক্ষণ মডিউল প্রস্তুত;
  • ঘ) প্রযুক্তির উৎকর্ষতা ও ফার্ম পর্যায়ে উদ্ভাবনী কার্যক্রমে সহায়তা প্রদান;
  • ঙ) হাই-টেক পার্কের সাথে সম্পার্কিত বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যবসায় পরিবেশের উন্নয়নের লক্ষ্যে সক্ষমতা বৃদ্ধি।

১০।

(ক) প্রকল্পের আওতায় গৃহীতব্য কার্যাবলী/প্রধান প্রধান অঙ্গের বিবরণ

Original Funding (সমাপ্ত)

  • কালিয়াকৈর হাই-টেক পার্কের অভ্যন্তরীন রাস্তা নির্মাণ (রাস্তার দৈর্ঘ্য প্রায় ৩.১ কি. মি.)।
  • কালিয়াকৈর হাই-টেক পার্কের আশে-পাশের মানুষের জন্য বিকল্প রাস্তা নির্মাণ ( রাস্তার দৈর্ঘ্য প্রায় ২696 মিটার)।
  • যশোর সফটওয়্যার পার্কে মাল্টিটেন্যান্ট ভবন নির্মাণ( ৪ তলা ৪২ হাজার বর্গফুট)।
  • কালিয়াকৈর হাই-টেক পার্কের পার্শ্ববর্তী গ্রামের মানুষের জন্য বিকল্প রাস্তা- 2নির্মাণ (রাস্তার দৈর্ঘ্য প্রায় ১১৫০ মিটার)।
  • কালিয়াকৈর হাই-টেক পার্কে সুয়ারেজ লাইন নির্মাণ
  • কালিয়াকৈর হাই-টেক পার্কে সড়ক বাতি নির্মাণ
  • সিলেট হাই-টেক পার্কের ভূমি উন্নয়ন
  • জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার ল্যাব স্থাপন
  • বুয়েটে কম্পিউটার ল্যাব স্থাপন
  • কালিয়াকৈর হাই-টেক পার্কের ৩ তলা প্রশাসনিক ভবনে ফিটিং ফিক্সার স্থাপন
  • বিকল্প রাস্তার স্ট্রীট লাইট নির্মাণ
  • দুইটি এসি বাস ক্রয়
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ে এ্যানিমেশন ল্যাব স্থাপন
  • কালিয়াকৈর হাই-টেক পার্কে স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্লান্ট নির্মাণ
  • কালিয়াকৈর হাই-টেক পার্কে স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্লান্ট নির্মাণ
  • জনতা টাওয়ারের সংষ্কার কাজ
  • কালিয়াকৈর হাই-টেক পার্কে বাউন্ডারী ওয়াল নির্মাণ (৩500.00 কি. মি.)।
  • কালিয়াকৈর হাই-টেক পার্কে কাস্টমস হাউজ নির্মাণ (প্রায় 2800.00 কি. মি.)।
  • শাহজালাল বিশ্ববিদ্যালয়ে বিগ-ডাটা ল্যাব স্থাপন
  • সিলেট হাই-টেক পার্কে বিদ্যৎ লাইন wbg©vY
  • কালিয়াকৈর হাই-টেক পার্কে ৬ টি কালভাট নির্মাণ
  • কালিয়াকৈর হাই-টেক পার্কে পানি সরবরাহ লাইন নির্মাণ
  • কালিয়াকৈর হাই-টেক পার্কে ব্রিজ নির্মাণ
  • কালিয়াকৈর হাই-টেক পার্কে অভ্যন্তরীণ বিদুৎ লাইন স্থাপন
  • কালিয়াকৈর হাই-টেক পার্কে অভ্যন্তরীণ (শাখা সড়ক) নির্মাণ
  • কালিয়াকৈর হাই-টেক পার্কে লেক উন্নয়ন

 

 

Additional Funding

(চলমান)

  • রাজশাহী হাই-টেক পার্কে সড়ক বাতি নির্মাণ
  • রাজশাহী হাই-টেক পার্কে অভ্যন্তরীণ সড়ক নির্মাণ এবং ভূমি উন্নয়ন
  • রাজশাহী হাই-টেক পার্কে বাউন্ডারী ওয়াল এবং গেইট নির্মাণ
  • খুলনা হাই-টেক পার্কে অভ্যন্তরীণ সড়ক নির্মাণ ও ভূমি উন্নয়ন
  • খুলনা হাই-টেক পার্ক স্ট্রিট লাইট স্থাপন
  • খুলনা হাই-টেক পার্কে বাউন্ডারী ওয়াল এবং গেইট নির্মাণ
  • রাজশাহী হাই-টেক পার্কে Training & Incubator Center ভবন নির্মাণ।
  • রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আর্টিফিশিয়াল ইনটেলিজ্যান্স এবং কন্ট্রোল ল্যাব স্থাপন
  • পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এডভ্যান্স কম্পিউটিং ল্যাব স্থাপন
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ে টেলিভিশন এন্ড ফিল্ম স্টাডিজ ভবনে অডিও ভিজ্যুয়েল ল্যাব স্থাপন
  • নাটোরে অবস্থিত বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজীতে ইস্টাবলিশ ম্যান্ট অব ডিজিটাল কম্টিউটার ল্যাব স্থাপন
  • নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার নেটওয়ার্ক এনালাইসিস এন্ড সাইবার সিকিউরিটি ল্যাব স্থাপন
  • চুয়েটে রোবোটিক ল্যাব স্থাপন
  • বেসরকারী ULAB এ IOT ল্যাব স্থাপন
  • 30 টি আইটি/আইটিইএস প্রতিষ্ঠানের Company Certification প্রাপ্তিতে সহায়তা প্রদান করা হচ্ছে।

১১।

প্রকল্পের আওতায় কতজন লোকের কর্মসংস্থান হবে।

 

বঙ্গবন্ধু হাই-টেক সিটিতে ভবিষ্যতে ৬৩,০০০ লোকের কর্ম সংস্থান সৃষ্টি হবে। বর্তমানে প্রকল্পের আওতায় বঙ্গবন্ধু হাই-টেক সিটির অবকাঠামো তৈরী করার সাথে Employment Incentive Program এবং Skill Enhancement Program এর আওতায় 4296 জনের কর্মসংস্থান সৃষ্টি করা হয়েছে। আরো উল্লেখ্য রাজশাহী এবং খুলনায় এ প্রকল্পের মাধ্যমে আরো প্রায় 1000 জনের কর্মসংস্থান হবে।

 

 

 

বঙ্গবন্ধু হাই-টেক সিটি (কালিয়াকৈর হাই-টেক পার্ক) এর অনুকূলে বরাদ্দকৃত প্রতিষ্ঠানসমূহের নামঃ

 

ক্র:নং

প্রতিষ্ঠানের নাম

চাহিত স্পেসের পরিমাণ

অবস্থান

DIT Intelegent

৮০০ বর্গফুট

প্রশাসনিক ভবন

Digicon Technologies limited

৫০০০ বর্গফুট

প্রশাসনিক ভবন

DataSoft System Limited

১৫৭১৮ বর্গফুট

সেবা ভবন

 

                                                   Administration Building

 

 

                                                       Custom House

 

                               Laptop Factory by Summit Technologies

 

 

 

                                   Solaris Project by Bangladesh Technosity Ltd.

 


COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon